বিশ্বের বৃহত্তম প্রকৃতির সাথে পরিচয়
বিশ্বের বৃহত্তম প্রকৃতির সাথে পরিচয়
– সুয়াইন ফ্লু র উৎপত্তিস্থল ছিল মেক্সিকোতে।
– পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম অ্যাঞ্জেল ফলস্, উচ্চতা – ৩২১২ ফুট।
– পানি পতনের দিক থেকে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত হলো গুয়ারিয়া।
– পানামা খাল খনন করে যুক্তরাস্ট্র, ১৯১৩ সালে।
– পৃথিবীর দীর্ঘতম খাল হলো গ্র্যান্ড খাল, (চীন) দৈর্ঘ – ১৭৭০ কিলোমিটার, (৬১০ খৃঃ)
– বিশ্বের সবচেয়ে দীর্ঘ পর্বতের নাম শ্বেত পর্বত।
– সাত পাহারের শহর বলা হয় রোম নগরীকে।
– প্রথম বাংলাদেশ এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম (২৩ মে ২০১০)
– বিশ্বের সর্ব্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট।
– জাপানে আগ্নেয়গিরির সংখ্যা ২০০ টিরও বেশী। এর মধ্যে ৬০ টিরও বেশী জীবন্ত। প্রতিদিন গড়ে ৪-৫ বার ভুমিকম্প হয়।
– আতিতলাম আগ্নেয়গিরি গুয়েতেমালায় অবস্থিত।
– তাঞজানিয়ার বিখ্যাত নিষ্ক্রিয় আগ্নেয়গিরির নাম কিলিমাঞ্জারো।
– অ্যাঙ্গানা অন্তরীপ ফিলিপাইনে।
– বৃহত্তম দ্বীপের নাম গ্রিনল্যান্ড ( ডেনমার্ক)
– বিশ্বের বৃহত্তম হৃদের নাম কাম্পিয়ান সাগর।
– পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীলনদ ( ৬৮২৫ কিমি)
– আয়তনে বিশ্বের সর্ববৃহৎ সাগর দক্ষিন চীন সাগর ( ২৯,৭৪,৬০০ বর্গ কিমি)
– বিশ্বের সবচেয়ে গভীর সাগর ক্যারিবিয়ান সাগর ( ৭২৩৯ মিটার)
স্বাস্থ্য সচেতনার জন্য পড়ুনঃ রোগবালাই ডটকম
– জাপান সাগর ও পীত সাগরের মাঝে কোরিয়া উপদ্বীপ অবস্থিত।
– লোহিত সাগরের প্রাচীন নাম সাইনাস আরাবিকাস।
– এজিয়ান সাগর গ্রিস ও তুরস্কের মধ্যবর্তী স্থানে অবস্থিত।
– উপসাগরীয় স্রোতের বর্ণ গাঢ় নীল।
– বিশ্বের বৃহত্তম উপসাগর ( বে হিসাবে) – বঙ্গোপসাগর ( গালফ হিসাবে) – মেক্সিকো সাগর।
– আলাস্কা উপসাগর উত্তর আমেরিকায়।
তিক্ত বাণী
আপনি জ্ঞানী হলে, আপনি দেশের সম্পদ! মূর্খতায় জড়িয়ে গেলে, দেশের বিপদ।।
আমাদের প্রচেস্টা, শিক্ষিতদের জ্ঞানীদের তালিকায় নিয়ে আসা। প্রাতিষ্ঠানিক সনদ শুধু আপনাকে শিক্ষিত হিসাবে পরিচয় করিয়ে দিতে পারবে। জীবন পরিচালনায় জ্ঞানের প্রয়োজনীয়তা অপরিহার্য।
তাই জ্ঞানের অন্বেষন করতে, যদি না খেয়ে থাকতে হয়, তবুও অন্বেষন চালিয়ে যাবেন। ফল তো পরে পাবেন। যা আপনার ক্ষুদ্র জ্ঞানে আন্দাজ করতে পারছেননা। বিশ্বের বৃহত্তম প্রকৃতির সাথে পরিচয়।
কিউনক এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা।