সাত মহাদেশ এর তথ্য জানুন। পর্ব ১
সাত মহাদেশ এর তথ্য জানুন।
এগুলো বিসিএস সহ যেকোন পরিক্ষায় আসবে। প্রতিদিন একটা একটা পেজ পড়ে মুখস্থ করতে পারলে, আপনি নিশ্চিতভাবে একজন মেধাশক্তিতে পরিনত হয়ে যাবেন।
এশিয়া মহাদেশ
1.এশিয়া মহাদেশ পৃথিবীর আয়তনের শতকরা ৩০ ভাগ।
2.আয়তনের দিক থেকে এশিয়ার সবচেয়ে বড় দেশ – চীন।
3.এশিয়ার বৃহত্তম দ্বীপ – বোর্নিও।
4.আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট দেশ – মালদ্বীপ।
5.বছরে প্রায় নয় মাস বরফাচ্ছন্ন থাকে এশিয়ার উত্তর উপকূল।
6.জাপান সাগর ও পীত সাগর এর মধ্যে কোরিয়া দ্বীপ অবস্থিত।
7.পারস্য উপসাগরে বাহরাইন দ্বীপ অবস্থিত।
8.এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী – সালউইন।
9.এশিয়ার সবচেয়ে দীর্ঘতম নদী – ইয়াংসিকিয়াং।
10.এশিয়ার অর্থনীতির প্রধান উৎস – কৃষি।
11.এশিয়া এবং বিশ্বের সর্বোচ্চ বিন্দু – মাউন্ট এভারেস্ট।
12.মাউন্ট এভারেস্টের উচ্চতা – ৮৮৫০ মিটার বা ২৯০৩৫ ফুট।
13.এশিয়ার সর্বনিন্ম বিন্দু – ডেড সি বা মৃত সাগর।
14.দক্ষিন এশিয়ায় সারা বছর বৃস্টিপাত হয় শ্রীলঙ্কায়।
15.দক্ষিন এশিয়ার সমুদ্র উপকুলে নারিকেল ভাল জন্মে।
16.এশিয়ার বৃহত্তম অরণ্য – তৈগা।
17.ভূমধ্যসাগরের পূর্ব উপকুলকে এশিয়া মাইনর বলা হয়।
18.এশিয়া মাইনর ও ক্ষুদ্র সিনাই দ্বীপের মধ্যবর্তী অঞ্চলকে লেভান্ট বলে।
19.এশিয়ার সর্ববৃহৎ সক্রিয় আগ্নেওগিরি ক্লুকেভকাজা সোপক। ( রাশিয়া)
20.আয়তনে এশিয়া মহাদেশ আফ্রিকার চেয়ে ১.৫ গুন বড়।
21.এশিয়া ও ইউরোপের মিলিত নাম ইউরোশিয়া।
22.পামীর মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়।
23.হোয়াংহো নদী কুনলুন পর্বত থেকে উৎপন্ন হয়।
24.দাক্ষিণাথ্য উপদ্বীপ পূর্বদিকে ঢালু।
25.হিমালয় ও কুনলুন পর্বতের মধ্যে তিব্বত মালভূমি অবস্থিত।
26.এশিয়ার পূর্ব উপকুলের কাছে পীত সাগর অবস্থিত।
27.উত্তর সাইবেরীয়া জনবসতির অনুপযোগী অঞ্চল।
28.ওব ও ইনিসি নদী উত্তর মহাসাগরে পড়েছে।
29.উষ্ণ মরু জলবায়ু অন্তর্গত দেশ জর্ডান।
30.হ্যানয় – ভিয়েতনামের নদীর।
31.জাগ্রোস – ইরানের দক্ষিনে অবস্থিত।
ইউরোপ মহাদেশ
1.ইউরোপ মহাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত।
2.প্রাকৃতিক গঠন অনুযায়ী ইউরোপকে ৪ ভাগে ভাগ করা হয়েছে।
3.জনসংখ্যার দিক থেকে ইউরোপ দ্বিতীয়।
4.ইউরোপের দীর্ঘতম নদী – ভলগা।
5.ইউরোপের বিখ্যাত আগ্নেয়গিরি – ভিসুবিয়াস ( ইতালি) ও ইটনা ( ইতালী)।
6.আয়তনে ইউরোপের বৃহত্তম দেশ – রাশিয়া।
7.লোকসংখ্যার দিক থেকে বৃহত্তম রাস্ট্র – রাশিয়া।
8.আয়তনে ইউরোপের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। লোকসংখ্যা -৯২০ জন।
9.ইউরোপ মহাদেশে রাশিয়া, প্রাকৃতিক গ্যাস উত্তোলনে বিশ্বে প্রথম স্থান অধিকারী।
10.ইউরোপের জলবায়ু – আর্দ্র।
11.ফ্রান্স ও স্পেনের সীমান্তে অবস্থিত পর্বতের নাম – পিরেনিজ পর্বত।
12.ইউরোপের বৃহত্তম সুরঙ্গপথ – চ্যানেল টানেল।
13.মধ্য ইউরোপের বিস্তীর্ণ সমভূমি, পৃথিবীতে বৃহত্তম।
14.ইউরোপের উচ্চতম পর্বতশ্রেনী- আল্পস।
15.ভিয়েনাকে ইউরোপের দ্বার বলা হয়।
16.বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয়।
17.যুক্তরাজ্য ইউরোপের বস্ত্রশিল্পের দেশ।
18.বসনিয়া ও হার্জেগোভিনা বলকান অঞ্চলের অন্তর্ভূক্ত।
19.সুইডেন – স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের অন্তর্গত।
20.সুইজারল্যান্ড বলকান অঞ্চলের অন্তর্গত।
21.কার্পেথিয়ান পর্বত ও দিনারিক পর্বত – হাঙ্গেরী সমভূমিতে অবস্থিত।
22.শ্বেত সাগর ইউরোপের উত্তর উপকুলে অবস্থিত।
23.মেসেটা মালভূমি, আইবেরীয়ান উপদ্বীপে অবস্থিত।
24.মেসেটা মালভূমি ফ্রান্সে অবস্থিত।
25.ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত দেশ – স্পেন।
26.তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত দেশ – নরওয়ে।
27.গ্রাম্পিয়ান পর্বতের সর্ব্বোচ্চ শৃঙ্গের নাম – বেননেভিস।
আফ্রিকা মহাদেশ
1.আফ্রিকা মহাদেশের আয়তন পৃথিবীর আয়তনের ২০ ভাগ।
2.প্রাচীনকালে আফ্রিকাকে, অন্ধকারাচ্চন্ন মহাদেশ বলা হতো।
3.আফ্রিকা মহাদেশের একমাত্র শিল্পোন্নত দেশ – দক্ষিন আফ্রিকা।
4.আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ – মাউন্ট কিলিমাঞ্জারো।
5.আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী – নীলনদ।
6.পৃথিবীর সর্বাপেক্ষা খর্বকার জাতি – পিগমি। ( গড় উচ্চতা – ১.৪ মিটার)
7.পিগমিরা কঙ্গোর অধিবাসি।
8.আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ – সুদান।
9.লোকসংখ্যায় আফ্রিকার বৃহত্তম দেশ – নাইজেরীয়া।
10.আয়তনে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ – সিসেলিস।
11.পৃথিবীর ৬০ শতাংশ হীরা উৎপাদিত হয় কিম্বার্লি খনি থেকে।
12.আফ্রিকা মহাদেশকে বৃহদাকার চিরিয়াখানা বলা হয়।
পরিশেষে
লেখা বড় হওয়ার কারনে, সাত মহাদেশ এর মধ্যে আজকে ৩ টি দিয়ে সাজিয়েছি। আরেকটি পর্বে বাকিটা প্রকাশ করবো। যেন, পাঠকের পড়তে ও মুখস্থ করতে, অসুবিদা না হয়। তাই নিয়মিত আপডেট পেতে এপ ডাউনলোড করে রাখতে পারেন। অথবা পেজে লাইক দিয়ে রাখেন। পোস্টে নিয়মিত কমেন্ট করেন। তাহলে পরবর্তী পোস্ট সাথে সাথে পেয়ে যাবেন। কুইজ খেলে আপনার ব্রেনের পরিচর্যা করুন।
Tag:bcs, Exam preparation, quiz, world knoldghe