আপনার দেয়া অনুদানে চলবে কিউনক ডটকম
কিউনক ডটকম এমন একটি ওয়েবসাইট – বর্তমান যুবসমাজকে সুশিক্ষিত করে গড়ে তুলার জন্য প্রানপণ চেস্টা করে যাচ্ছে।
ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সোস্যাল মিডিয়া যুবসমাজকে যেভাবে নেশায় বিভোর করে রেখেছে, এভাবে চলতে থাকলে – অদূর ভবিষ্যতে, আমরা একটি মেধাহীন জাতির জন্য অপেক্ষা করা ছাড়া কিছুই থাকবেনা।
এই মেধাহীনতার তালিকায় আপনার আমার স্বজনরাও থাকতে পারে।
আপনি ইচ্ছা করলেও এর প্রভাব থেকে দূরে রাখতে পারবেননা।
তাই আমরা একটি সুকৌশল অবলম্ভন করছি। যুব সমাজকে শিক্ষাবিষয়ক ওয়েবসাইটে আকৃষ্ট একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
যেখানে বিভিন্ন নিয়োগ পরিক্ষায় আসতে পারে, এমন কিছু প্রশ্নের উত্তর দিয়ে, একেকটি পেজকে অত্যান্ত সুন্দর ও সহজ করে সাজিয়েছি।
এবং সেই সাথে একটি কুইজ প্রোগ্রাম পেজ সাজানো হয়েছে, যারা এতে অংশ গ্রহন করবে, তাদেরকে পুরস্কৃত করারও ব্যবস্থা রেখেছি।
আমরা ভেবেছিলাম, আমাদের এই উদ্যোগে বেশ কয়েকটি স্পন্সর পেতে পারি। যা থেকে এই উদ্যোগ বাস্তবায়নের খরচটা পেয়ে যাবো।
কিন্তু এমনটা হয়নি, তাই সাধারন উদ্যোগী মনোভাবের প্রত্যেকের নিকট আমাদের অনুরুধ থাকবে, আপনারা আপনাদের বিকাশ একাউন্টে, পড়ে থাকা ২-৪ টাকা, যা হিসাবের বাহিরেই থাকে। এগুলোও যদি আমাদের তহবিলে পাঠিয়ে দেন, আমরা আমাদের এই মহতি উদ্যোগ বাস্তবায়নের একটা স্বপ্ন দেখতে পারবো।
আমাদের যুবসমাজের কিছু সংখ্যককেও যদি, প্রতিদিন আমাদের সাইটে নিয়ে আসতে পারি। একদিন বিশাল একটা ফ্লাটফর্ম তৈরী হতে পারে।
যদি অনুদান দিতে সক্ষম নাও হন, অন্তত দাবী রইল, এই বার্তাটি আপনার ফেজবুকে শেয়ার করে, আমাদের সাথে অংশীদার হবেন। আপনার স্বজনদের মধ্যেও কেউ হয়ে যেতে পারে।
যেভাবে অনুদান পাঠাবেন
আপনার বিকাশ থেকে ৪ নং অপশনের মাধ্যমে, পেমেন্ট করতে পারবেন এই নাম্বারে 01634810310 । রেফারেন্স এ ১ ও কাউন্টার নাম্বারে ১ দিবেন। ২ টাকা থেকে শুরু করে যত খুশি অনুদান পাঠাতে পারবেন। চাইলে নাম্বারটি কপি করে নিতে পারেন।
অগ্রীম শুভেচ্ছা জানিয়ে, পেজগুলো দেখার আমন্ত্রন রইল।
সাজেশন পড়ুন কুইজে অংশ নিন।
Tag:অনুদান