বিসিএস সহ সব পরিক্ষায় আসতে পারে
বিসিএস সহ সব পরিক্ষায় আসতে পারে
পরিক্ষা প্রস্তুতির জন্য কিউনক আপনার সহযোগী বন্ধু হিসাবে সাথে থাকবে। সাজেশন থেকে ৬০-৮০ শতাংশ বিসিএস সহ সব পরিক্ষায় আসতে পারে। আপনি শুধু অনুশীলন করে যাবেন মনোযোগ সহকারে।
বাংলাদেশের
1.বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিস্কৃত হয় – ১৯০৭ সালে।
2.বখতিয়ার খিলজি বাংলা জয় করেন – ১২০৪ সালে।
3.প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম – বরিশাল।
4.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে তারকা চিহ্ন রয়েছে – ৪টি।
5.বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট – ফরিদপুরে।
6.পটুয়াখালীর ভৌগলিক নাম – সাগরকণ্যা।
7.৬ দফা দাবী উত্থাপিত হয়েছিল – লাহোরে।
8.দেশের প্রথম ঔষধ পার্ক স্থাপিত হয় – গজারিয়ায়।
9.ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় – ২০০০ সালে। ( বিসিএস পরিক্ষায় আসতে পারে )
10.বাংলা একাডেমি প্রতিষ্টিত হয় – ১৯৫৫ সালে।
11.”একাত্তরের চিঠি” মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন জাতীয় রচনা।
12.বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্ণর ছিলেন – লর্ড কার্জন।
13.বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন – সেন্টমার্টিন।
14.বাংলাদেশের প্রথম রাস্ট্রপতি – শেখ মুজিবুর রহমান।
15.সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম ছিল – গৌড়।
16.বাংলাদেশের মুক্তিযোদ্ধের প্রধান সেনাপতি ছিলেন – জেনারেল আতাউল গণি ওসমানি।
17.পার্বত্য চট্রগ্রামের জেলার সংখ্যা – ৩ টি।
18.মুক্তিযোদ্ধের সময় বাংলাদেশকে – ১১ টি সেক্টরে ভাগ করা হয়েছিল।
19.টেকনাফ – নাফ নদীর তীরে অবস্থিত।
20.দক্ষিন তালপট্টি – হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত।
21.গৌড়ের সোনা মসজিদ – হোসেন শাহ্ এর আমলে নির্মিত।
22.বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস – আরেক ফাল্গুন।
ঐতিহাসিক
23.”জাহান্নাম হইতে বিদায়” উপন্যাসটি – মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস।
24.ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় – ১৬১০ সালে।
25.ঐতিহাসিক ২১ দফায়, প্রথম দাবী ছিল – বাংলাকে রাস্ট্র ভাষা করা।
26.অপরাজেয় বাংলা উদ্বোধন করা হয় – ১৬ ডিসেম্বর ১৯৭৯ সালে।
27.হাজংদের অধিবাস – ময়ৃনসিংহ ও নেত্রকোনায়।
28.নিঝুম দ্বীপের পুরাতন নাম – বাউলারচর, আয়তন – ৯১ বর্গ কিমি।
29.বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় – ৭ মার্চ ১৯৭৩ সালে।
30.স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য, বীরপ্রতীক উপাধী দেয়া হয় – ৪২৬ জনকে।
31.বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট – ইশ্বরদী।
32.রাজেন্দ্রপুর সেনানিবাসে স্থাপিত, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম – রক্ত সোপান।
33.বাংলাদেশের পোষ্টাল একাডেমি – রাজশাহীতে।
34.বাংলাদেশে সর্বপ্রথম টেষ্টটিউব শিশুর মা – ফিরোজা বেগম।
35.বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
36.কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি – হামিদুর রহমান।
37.জাতিসংঘ সাধারন পরিষদের প্রথম বাংলাদেশী সণাপতি – হুমায়ুন রশীদ চৌধুরী।
38.স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য ২ জন মহিলাকে বীরপ্রতিক উপাধীতে ভূষিত করা হয়।
39.কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্টিত হয় – ১৯৯৮ সালে।
40.লোক সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান ৭ম।
41.সেন্টমার্টিন দ্বীপের আয়তন – ৮ বর্গ কিমি।
42.বাংলাদেশ পরমানু শক্তি কমিশন গঠিত হয় – ১৯৭২ সালে।
43.১৯৭৪ সালে, বাংলাদেশ ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে।
44.ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় – ১৮০১ সালে।
45.ব্রাসি হ্যালহেড, সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে, বাংলা ব্যাকরন মুদ্রণ করেন।
46.ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময়, মোগল সুবেদার ছিলেন – শায়েস্তা খান।
47.শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্টানের নাম – নায়েম।
48.” সাবাশ বাংলাদেশ ” ভাস্কর্যের শিল্পী – নিতুন কুন্ড।
49.” সূর্য দীঘল বাড়ি ” চলচ্চিত্রের পরিচালক – শেখ নিয়ামত শাকের।
50.স্টক শেয়ারের নতুন পদ্ধতি – ডিম্যাট।
51.বাংলাদেশ চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট – ইশ্বরদী।
52.শহীদ চান্দু স্টেডিয়াম – বগুড়ায়।
53.বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত হয় – শোলাকিয়া, কিশোরগঞ্জ।
54.বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন – সম্রাট আকবর।
55.কান্তজীর মন্দির – দিনাজপুরে।
56.বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ – মহেশখালী।
57.বাংলাদেশ OIC এর সদস্য পদ লাভ করে – ১৯৭৪ সালে।
58.ভারতের সাথে সীমান্ত জেলা – ৩০ টি।
59.১৯৯৫ সালে – বাংলাদেশ বিশ্ব বানিজ্য সংস্থার সদস্য হয়।
60.বাংলাদেশের প্রথম বেসরকারী ব্যাংক – আরব – বাংলাদেশ ব্যাংক।
61.বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার শুরু হয় – ১৯৮০ সালে।
62.বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প – তিস্তা সেচ প্রকল্প।
63.”মনপুরা ৭০ ” একটি চিত্রশিল্প।
64.আর্মড পুলিশ ব্যাটালিয়ান এক্ট ১৯৭৯, আইন সংস্কার করে RAB গঠন করা হয়।
65.গ্রামীন ব্যাংক – বাংলাদেশের মাইক্রোক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা।
66.ইরাটম হলো – উন্নত জাতের ধান।67.সংসদ সদস্যদের উত্থাপিত বিলকে, বেসরকারী বিল বলে।
68.বাংলাদেশের কৃষিক্ষেত্রে ” বলাকা ও দোয়েল ” হলো, উন্নত জাতের গম শস্য।
69.প্রথম আইসিসি ট্রফিতে, বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন – শফিকুল হক হীরা।
70.ভৈরবে গিয়ে সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে, মেঘনা নাম ধারন করে।
আরও জানতে চাইলে, বা নিয়মিত আপডেট পেতে হলে, গুগল প্লেস্টোর থেকে এপ ডাউনলোড করুন। নতুন নতুন আপডেট চলমান থাকবে। কারন এগুলো বিসিএস সহ সব পরিক্ষায় আসতে পারে । রেজিস্ট্রেশন করুন।
Tag:bcs, exam, Exam preparation, quiz