কাব্য-কবিতা
- 89 people like this
- 15 Posts
- 10 Photos
- 0 Videos
- Entertainment
Recent Updates
- বায়ুচরী ঘোড়া হয়ে তোমাকে নিয়ে মঙ্গলেরিয়ায় যেতে পারতাম
কিংবা বহুদিন বহুরাত আগে ভালোবাসি বলতে না-পারা সেই আকাশ'টার নক্ষত্র হতে পারতাম
হতে পারতাম বাবার চোখের স্বস্তিকা, মায়ের মাতৃমঙ্গল...
কিন্তু হায়! অমন কিছুই হওয়া হয়ে উঠেনি আমার
ও মেঘ, ও আকাশ
দেখো.... আমার ভেতর কেবলই একটা আমড়াকাঠের গাছ বড় হয়েছে
শেষঘুমের স্বপ্নে কে যেনো এসে বলল- গাছটা বড় হতে হতে, হতে হতে একদিন
জলের বিহগ হয়ে উঠবে,
একদিন গাছটা বিহগের গান হয়ে ভাসবে কানে কানে
জলের তানে
_______
জুনায়েদবায়ুচরী ঘোড়া হয়ে তোমাকে নিয়ে মঙ্গলেরিয়ায় যেতে পারতাম কিংবা বহুদিন বহুরাত আগে ভালোবাসি বলতে না-পারা সেই আকাশ'টার নক্ষত্র হতে পারতাম হতে পারতাম বাবার চোখের স্বস্তিকা, মায়ের মাতৃমঙ্গল... কিন্তু হায়! অমন কিছুই হওয়া হয়ে উঠেনি আমার ও মেঘ, ও আকাশ দেখো.... আমার ভেতর কেবলই একটা আমড়াকাঠের গাছ বড় হয়েছে শেষঘুমের স্বপ্নে কে যেনো এসে বলল- গাছটা বড় হতে হতে, হতে হতে একদিন জলের বিহগ হয়ে উঠবে, একদিন গাছটা বিহগের গান হয়ে ভাসবে কানে কানে জলের তানে _______ জুনায়েদPlease log in to like, share and comment! - চোখের পাপড়ি খুলে ঘুমিয়ে আছি বিস্তীর্ণ ভবানীপুরে।
স্বপ্নের ভেতরে স্বপ্ন দেখছি-
"তিনশত তেত্রিশ সপ্তাহ অপেক্ষার পর
কোনোএক প্রিয়মুখ শোক নিয়ে চলে যাচ্ছো শেষ ট্রেন ধরে"
আমার মুখ খুলছে না
আমার পা নড়ছে না
তুমুল বৃষ্টি হচ্ছে.....
ডুবে যাচ্ছে ট্রেন, ডুবে যাচ্ছে ট্রেনলাইন ক্রমশঃ
ক্রমশ অস্পষ্ট হয়ে উঠছে স্বপ্নের ভেতরের যাবতীয় স্বপ্নসমূহ
তবুও ঘুম ভাঙছে না আমার
চোখ-খোলা ঘুমের স্বপ্নে পৃথিবীটাকে অল্প জলের দীঘি মনে হচ্ছে
আর নিজেকে গভীর জলের মাছ।
২৩.০১.২৩ রাত।
| মাঝরাতের প্রলাপ |
- জুনায়েদচোখের পাপড়ি খুলে ঘুমিয়ে আছি বিস্তীর্ণ ভবানীপুরে। স্বপ্নের ভেতরে স্বপ্ন দেখছি- "তিনশত তেত্রিশ সপ্তাহ অপেক্ষার পর কোনোএক প্রিয়মুখ শোক নিয়ে চলে যাচ্ছো শেষ ট্রেন ধরে" আমার মুখ খুলছে না আমার পা নড়ছে না তুমুল বৃষ্টি হচ্ছে..... ডুবে যাচ্ছে ট্রেন, ডুবে যাচ্ছে ট্রেনলাইন ক্রমশঃ ক্রমশ অস্পষ্ট হয়ে উঠছে স্বপ্নের ভেতরের যাবতীয় স্বপ্নসমূহ তবুও ঘুম ভাঙছে না আমার চোখ-খোলা ঘুমের স্বপ্নে পৃথিবীটাকে অল্প জলের দীঘি মনে হচ্ছে আর নিজেকে গভীর জলের মাছ। ২৩.০১.২৩ রাত। | মাঝরাতের প্রলাপ | - জুনায়েদ -
- ভরা মধ্যাহ্নে পূর্বজন্মের পাপ পিঠে নিয়ে
একটি দ্বিপদী ঘোড়া খুড়িয়ে খুড়িয়ে পাড়ি দিচ্ছে পুলসিরাত'-
দৃশ্যটায় মস্তিষ্ক আটকে আছে সেই কখন থেকে___
এ যেনো আমারই প্রতিচ্ছায়া!
এ যেনো আমাদেরই প্রতিচ্ছায়া!
সওয়ারী হে, পাজরের হাড়
এসো মেঘেরকরোট থেকে ডেকে আনি মিথুনগতির মৌলিকবিহগ
এসো পরমাঙ্কে পার করি পৃথিবীর পুলসিরাত।
- জলজ কাব্য ২
@জুনায়েদভরা মধ্যাহ্নে পূর্বজন্মের পাপ পিঠে নিয়ে একটি দ্বিপদী ঘোড়া খুড়িয়ে খুড়িয়ে পাড়ি দিচ্ছে পুলসিরাত'- দৃশ্যটায় মস্তিষ্ক আটকে আছে সেই কখন থেকে___ এ যেনো আমারই প্রতিচ্ছায়া! এ যেনো আমাদেরই প্রতিচ্ছায়া! সওয়ারী হে, পাজরের হাড় এসো মেঘেরকরোট থেকে ডেকে আনি মিথুনগতির মৌলিকবিহগ এসো পরমাঙ্কে পার করি পৃথিবীর পুলসিরাত। - জলজ কাব্য ২ @জুনায়েদ - সমাঙ্গ রাতে বিসর্গের অসুখে ক্রমশ ভারী হয়ে ওঠে পুরোবতী হাওয়া
মনে হয় বেহেস্তি সুখপাখিরা যেনো উড়ে এসে জুড়ে বসেছে
'প্রেয়সীর ঠোঁটের-উপত্যকা'
ক্রমশ দৈবিকরোদ ডেকে ডেকে নিয়ে আসে মোহন জলের তরঙ্গ
অতঃপর, একটাসময় মিহিন সুরে লিখা হয় সঙ্গবাসের দরপত্র।
-জলজ কাব্য
@জুনায়েদ
সমাঙ্গ রাতে বিসর্গের অসুখে ক্রমশ ভারী হয়ে ওঠে পুরোবতী হাওয়া মনে হয় বেহেস্তি সুখপাখিরা যেনো উড়ে এসে জুড়ে বসেছে 'প্রেয়সীর ঠোঁটের-উপত্যকা' ক্রমশ দৈবিকরোদ ডেকে ডেকে নিয়ে আসে মোহন জলের তরঙ্গ অতঃপর, একটাসময় মিহিন সুরে লিখা হয় সঙ্গবাসের দরপত্র। -জলজ কাব্য @জুনায়েদ
More Stories