আসসালামু আলাইকুম, কিউনকে কিভাবে আইডি খুলবেন?
আশাকরি সবাই ভাল আছেন। আমরা আপনাদেরকে একটা সুখবর দিতে চাই। পৃথিবীর অন্যান্য দেশে, তাদেরও নিজস্ব একটা সোশ্যাল মিডিয়া থাকে, এবং সবাই কমবেশী সেই সাইটে সময়ও দিয়ে থাকে। আমরাও একটি সোশ্যাল মিডিয়া নিয়ে আসছি, যেখানে আপনি পোস্ট করার সাথে সাথে সবাই সেই পোস্ট দেখতে পারবে। লাইক, কমেন্টে তার পয়েন্ট বাড়বে, তাই লাইক কমেন্ট পাবেন।
একাউন্ট করার জন্য জয়েন (join) এ ক্লিক করলে রেজিষ্ট্রেশন (Register) অপশন পাবেন। ইমেইল(email) দিয়ে একাউন্ট করতে হয়, পরবর্তীতে লগইন করার জন্য একটি ইউজারনেম (username) দিতে হবে, মানে আপনার নামের সাথে(small letter) দুএকটা সংখ্যা সহ লাগিয়ে দিবেন, উদাহারন (abdul24)। এবং এটা মনে রাখতে হবে। জন্মতারিখ, জেন্ডার, দিয়ে ২ টি শর্তে ঠিক মার্ক করতে হবে। এবার আপনার আইডি প্রায় রেডি, বাকি শর্তগুলো পুরন করে নিচে দেখবেন নেক্সট বাটন আছে, ক্লিক করুন এবং পরবর্তী পেজে যান, প্রোফাইল পিচার দিন, পোস্ট করুন, আর সবাই দেখুক আপনার পোস্ট। এরই সাথে জনপ্রিয় হয়ে যাক "কিউনক"। qknock লিখে সার্চ করুন গুগলে অথবা গুগল প্লেস্টোরে।
নিচের লিংকে ভিডিও দেয়া আছে।
How To Register In Qknock App
পাসওয়ার্ড ভুলে গেলে
পাসওয়ার্ড ভুলে গেলে Forget password এ গিয়ে ইমেইল দিতে হবে। তারপর ইমেইল চেক করে দেখবেন, একটি রিসেট পাসওয়ার্ড দেয়া আছে। এটা কপি করে কিউনকের রিসেট এর বক্সে বসাতে হবে। তারপর নতুন পাসওয়ার্ড সেট করতে হবে।