কিউনক এ পুরস্কার জিতবে কে?
* আমরাই প্রথম শুধুমাত্র কুইজে অংশ নিলেই, অংশগ্রহনকারীদের মধ্যে থেকে নির্দিস্টসংখ্যক ব্যাক্তিকে পুরস্কৃত করা হয়। সংখ্যা ও প্রাইজমানি হোমপেজে জানিয়ে দেয়া হয়।
* তারপর বিজয়ী হলে আলাদাভাবে প্রাইজমানি দেয়া হয়। এটা শুধু অংশগ্রহনকারীদের এক্টিভ থাকার জন্য এই খেলার ব্যাবস্থা। যেন শিখতে এসেও কিছু পায়।
* যারা কুইজের এন্ট্রি ফি পরিশোধ করে।
* যারা রেফারেল লিংক, ফেসবুকের যেকোন পোস্টে কমেন্ট করে।
* যারা সঠিক সময়ে উত্তর দিতে সক্ষম হবে।
qknock.com ই প্রথম, শুধুমাত্র কুইজে অংশগ্রহন করলেই রেগুলার প্রাইজের ব্যাবস্থা করেছে। যারা কুইজে অংশগ্রহন করবে, উত্তর সঠিক না হলেও তাদের মধ্য থেকে একেক দিন একেক পরিমানে রেগুলার বিজয়ী নির্বাচিত করবে।
এতে দূর্বলদের আগ্রহ বাড়বে। এবাবেই একসময় যুবসমাজকে শিক্ষামুলক ওয়েবসাইটে নিয়ে আসা যাবে। প্রতি কুইজের বিজয়ী সংখ্যা হোম পেজের ব্যানারে লিখা থাকবে।
একাধিক সঠিক উত্তরদাতা হলে, আমরা ৩ টি ধাপ চেক করে, নির্দিস্ট সংখ্যক বিজয়ী বাছাই করবো সনাতন পদ্ধতিতে।
প্রতিদিনের পুরস্কার বিজয়ীর নাম,ও ইমেইল আইডি রাত ১০ টার পর জানিয়ে দেয়া হবে।
পুরস্কারের প্রাইজমানি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, কোন শর্ত ছাড়াই ২৪ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেয়া হবে।
বিজয়ীর ইউজার নেম পরদিন জানিয়ে দেয়া হবে।
এমনকি ফোনেও যোগাযোগ করার প্রয়োজন নেই, অযথা কেউ ফোন করে বিভ্রান্ত করতে চাইলে, ফোন কেটে দিবেন।
Qknock আপনাকে আপনার প্রাপ্য সরাসরী আপনার দেয়া নাম্বারে পাঠিয়ে দিবে। এর জন্য ফোন করার প্রয়োজন নেই।
কুইজে অংশ নেয়ার আগে, সাজেশন পড়বেন। এতে কুইজের প্রশ্নের ৮০% উত্তর থাকতে পারে।
আমাদের উদ্দেশ্য হলো, আপনাকে মেধাবী করে গড়ে তুলা। কুইজে বিজয়ী হওয়ার জন্য সাজেশন পড়লে, যা অর্জন করবেন – তা আপনারই থাকবে।
আপনার জ্ঞানের পরিধি বাড়লেই আমরা আনন্দিত।